Komola is a lively Bengali song that embodies the spirit of celebration and joy in Bengali culture. With its energetic rhythm and catchy melody, the song is a staple at festive gatherings and occasions. The lyrics, steeped in local tradition and poetic charm, depict the vibrant atmosphere of Bengali festivals, inviting listeners to immerse themselves in the merriment. "Komola" is a testament to the rich cultural heritage of Bengal, resonating with its audience through its exuberant music and festive spirit.
Composer | Sileti Dhamil |
Lyricist | Sileti Dhamil |
Singer | Ankita Bhattacharyya |
Album | KOMOLA |
Record Label | Ankita Bhattacharyya |
Song Release Year |
কমলায় নেত্য করে
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
এগো, কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
এগো, কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
তোমরা দেখো গো আসিয়া
(দেখো গো আসিয়া)
(দেখো গো আসিয়া)
তোমরা দেখো গো আসিয়া
(দেখো গো আসিয়া)
(দেখো গো আসিয়া)
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নেত্য করে-
পাড়াপড়শি যত নারী
আইলা সবে সারিসারি
আরে, পাড়াপড়শি যত নারী
আইলা সবে সারিসারি
এগো, সোহাগ চন্দন দিলাম ছিঁটাইয়া-ছিঁটাইয়া
এগো, সোহাগ চন্দন দিলাম ছিঁটাইয়া-ছিঁটাইয়া, রে
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
নাচে কমলা সুন্দরি
দেখো যেন ইন্দ্রপুরী গো
ওগো, নাচে কমলা সুন্দরি
দেখো যেন ইন্দ্রপুরী গো
এগো, কীভাবে বা নাচে দেখো শরমে মরিয়া
এগো, কীভাবে বা নাচে দেখো শরমে মরিয়া, রে
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে
কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া
তোমরা দেখো গো আসিয়া
(দেখো গো আসিয়া)
(দেখো গো আসিয়া)
তোমরা দেখো গো আসিয়া
(দেখো গো আসিয়া)
(দেখো গো আসিয়া)
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নেত্য করে